মাগুরা সদরের ভায়না মোড় অথবা ঢাকা রোড হতে রিক্সা অথবা ইজিবাইক যোগে মাগুরা নতুন বাজার হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ডে যেতে হবে।সেখান থেকে বাস বা গ্রাম বাংলাযোগে শ্রীপুর বটতলা নামতে হবে। সেখান থেকে ভ্যান অথবা পায়ে হেঁটে উপজেলা পরিষদে গেলেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, শ্রীপুর পৌঁছানো যাবে।
অফিসের টেলিফোনঃ-০৪৮৫৪৫৬১১৫ মোবাইল: ০১৯১৩-৮৮৬১৭২ (উপজেলা খাদ্য নিয়ন্ত্রক)। বিঃদ্রঃ শ্রীপুর খাদ্য গুদামে যেতে হলে শ্রীপুর বাসস্ট্যান্ড-এ নেমে থানার সামনে দিয়ে নদীরপাড়ের রাস্তা দিয়ে ৫০০ মিটার গেলেই দেখতে পাওয়া যাবে শ্রীপুর খাদ্য গুদাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস